জামায়াতের মুখ ফসকে বেরিয়ে যায় ‘জয় বাংলা’: রুমিন ফারহানা

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভুল করে থাকে। তিনি আরও বলেন, গত এক বছর ধরে আওয়ামী লীগের প্রতি অনুগত থাকার কারণে জামায়াতের কর্মীদের মুখ ফসকে “জয় বাংলা” স্লোগান বেরিয়ে আসছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা এসব কথা বলেন।

বিএনপির এই নেত্রী জামায়াতের অতীতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন: ১৯৮৬ সালে যখন শেখ হাসিনা স্বৈরাচারকে বৈধতা দিতে নির্বাচনে অংশ নেন, তখন জামায়াতও তার সঙ্গে সেই নির্বাচনে অংশ নিয়েছিল। ‘৯৪ থেকে ‘৯৬ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলে।

রুমিন ফারহানা দাবি করেন যে জামায়াত একটি অত্যন্ত সুশৃঙ্খল দল এবং এর সর্বোচ্চ নেতৃত্বের আনুগত্য দলের তৃণমূল কর্মী পর্যন্ত কঠোরভাবে মেনে চলেন। তার ভাষায়:

“সুতরাং যে আহ্বান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর পর এসেছে ‘আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম’, গত এক বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে কাজকর্ম চালিয়ে গেছেন। সে কারণে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে, তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন ‘জয় বাংলা’। মানে মুখ ফসকে বেরিয়ে যায়। দীর্ঘদিনের অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে যায়।”

ছাত্র সংগঠন প্রসঙ্গে রুমিন ফারহানা অভিযোগ করেন: গত ১৫ বছর যখন ছাত্রদল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্যেও ঢুকতে পারেনি, তখন শিবিরের নেতাকর্মীরা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে রাজনীতি করতে পেরেছে। তারা প্রত্যেকটা হলে থাকতে পেরেছে এবং তাদের মতো করে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে ক্যাম্পাসে একটি দখলও রাখতে পেরেছে। শিবিরের এই রাজনীতির সুফল তারা ডাকসু ও জাকসু নির্বাচনে পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *