ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা: বছরে সর্বোচ্চ ৩টি বোনাস

অর্থনীতি জাতীয়

ভোরের দূত ডেস্ক: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) বিতরণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দিতে পারবে এবং তা অবশ্যই নিট মুনাফার ভিত্তিতে প্রদান করতে হবে।

নতুন নির্দেশিকায় মুনাফা গণনার ক্ষেত্রে শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে নিট মুনাফা হিসাব করার সময় ব্যাংকের পরিচালন মুনাফা থেকে নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই বাদ দিতে হবে: ঋণ ও অগ্রিমের ওপর প্রভিশন (Provisions for Loans and Advances), বিনিয়োগের মূল্য হ্রাস-বৃদ্ধির প্রভিশন, অন্যান্য সম্পদ হ্রাস-বৃদ্ধির প্রভিশন।

এই নতুন নির্দেশনার ফলে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ঢালাওভাবে কর্মচারীদের অতিরিক্ত উৎসাহ বোনাস দিতে পারবে না।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংকগুলোতে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শৃঙ্খলার ঘাটতি ছিল। এই ঘাটতি দূর করার জন্যই ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, এর আগে একটি নীতিমালা থাকলেও কয়েকটি বড় ব্যাংক তা লঙ্ঘন করে আসছিল। উদাহরণস্বরূপ, তিনটি বোনাসের বেশি পাওয়ার সুযোগ না থাকলেও সোনালী ব্যাংক ২০২৩ সালে কর্মচারীদের পাঁচটি উৎসাহ বোনাস দিয়েছিল। এ কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৭ মার্চ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে দুটি অতিরিক্ত বোনাসের অর্থ কর্মচারীদের কাছ থেকে ফেরত আনার নির্দেশ দিয়েছিল। তবে সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, সে টাকা কেউ ফেরত দেননি। একইভাবে অন্যান্য ব্যাংকও বেশি বোনাস প্রদান করেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *