চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন হারুন (৪৫) নামের এক সিএনজি চালক। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ফুলতলা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হারুন (৪৫) ড্রাইভার স্থানীয় ছাবের আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিহত হারুন ও তার বড় ভাই শেখ আহমদের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শেখ আহমদের ছেলে খোকা ক্ষিপ্ত হয়ে চাচা হারুনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।