বিতর্কীত বক্তা মুফতি আমির হামজাকে উকিল নোটিশ

জাতীয়

ভোরের দূত ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নিয়ে ‘সম্মানহানিকর, কুরুচিপূর্ণ ও মিথ্যা’ মন্তব্যের অভিযোগে বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটিতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ‘জনসম্মুখে প্রকাশ্যে’ ক্ষমা চাইতে হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান। এ নোটিশটি ডাকযোগে আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ও ইউটিউব ভিডিওর বরাতে নোটিশে বলা হয়েছে, মুফতি আমির হামজা নিজেকে জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন এবং সেখানে ছাত্ররা শিক্ষকদের লাঠি পেটা করে। এসব বক্তব্যকে ‘মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে নোটিশে বলা হয়েছে, আমির হামজার এ ধরনের মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ‘ক্ষুণ্ণ’ হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ‘বিরূপ’ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আইনজীবী শিহাব জাবির সাবেক শিক্ষার্থী হওয়ায় বক্তার এমন মন্তব্যে তার অনুভূতিতেও আঘাত লেগেছে।

ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাবির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মিথ্যা বক্তব্য সংবলিত ভিডিও দ্রুত ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিতে বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *