‘ঐক্যবদ্ধ নির্বাচনই রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে’

জাতীয়

ভোরের দূত ডেস্ক: মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন যে, রোহিঙ্গা সংকটকে শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে না দেখে এটিকে একটি আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু হিসেবে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তিনি মনে করেন, আসন্ন নির্বাচন ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে পারলে এই সংকট সমাধানে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ চট্টগ্রাম ফোরাম আয়োজিত ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট: মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “আমরা যদি আসন্ন নির্বাচন ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে পারি, তবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান আরো সুদৃঢ় হবে। এই অবস্থানকে ভিত্তি করেই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব হবে।”

তিনি রোহিঙ্গাদের মানবিক চ্যালেঞ্জের দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের মনে এখনো ভয়াবহ স্মৃতি রয়ে গেছে এবং তারা তাদের জীবনযাপনের ভিত্তি হারিয়েছে। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের জীবন সবচেয়ে অনিশ্চিত। রাষ্ট্রহীন অবস্থায় বেড়ে ওঠা এই প্রজন্ম একদিকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে চাইছে, অন্যদিকে তারা পরিচয় সংকটে ভুগছে। তিনি এটিকে একটি দীর্ঘমেয়াদি মানবিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *