থাইল্যান্ডে বিতর্কিত ভিডিওর জেরে মুকুট হারালেন ‘মিস গ্র্যান্ড’ বিজয়ী সুফানি

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্র্যান্ড থাইল্যান্ড-এর সর্বশেষ আসরে বিজয়ী হয়েছিলেন ২৭ বছর বয়সী সুফানি নইনোংথং। তবে মুকুট জয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে হারাতে হলো এই খেতাব।

প্রতিযোগিতা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুফানির কিছু কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিডিওগুলোতে সুফানিকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার, ই-সিগারেট টানা এবং খোলামেলা পোশাকে নাচতে দেখা গেছে। এ নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ার পর সুফানি নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়গুলো স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, করোনাকালে চরম আর্থিক সংকটের সময় মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে কনটেন্ট তৈরি করেছিলেন। বর্তমানে তার মা আর বেঁচে নেই।

সুফানি লেখেন—
“এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এমন কিছু আর না ঘটে।”

এর আগে মুকুট জয়ের পর আগামীতে তাকে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু বিতর্কের জেরে আয়োজক কমিটি নতুন প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *