এস এম অলিউল্লাহ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবসকে কেন্দ্র করে নবীনগরে দেখা গেল এক ব্যতিক্রম আয়োজন। রাজনৈতিক কর্মসূচির প্রচলিত ধারা ভেঙে এবার আয়োজন করা হয় এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও বিনোদন কর্মসূচি।শুক্রবার দুপুরে আলমনগর পার্কে আয়োজিত এ ভিন্নধর্মী অনুষ্ঠানে শিশুদের মুখে হাসি ফোটাতে নানা খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেননি, তিনি দেশের অসহায় মানুষের জন্যও আজীবন কাজ করেছেন। তার কারামুক্তি দিবসে এতিম শিশুদের নিয়ে এ আয়োজন আমাদের নেত্রীর সেই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক,পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন মোল্লা,তাতি দলের সাংগঠনিক সম্পাদক মো:আলাউদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট তফাজ্জল হোসেন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর যুবদল নেতা সোহাগ মিয়া, পৌর শ্রমিকদল নেতা মো. অহিদ, মো. আনাছ, তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।