মো. বদরুল আলম বিপুল (সখীপুর) টাংগাইলঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াই পাড়া চৌরাস্তায় মিনি ট্রাকের চাপায় আফরিন আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন মধ্য আড়াই পাড়া গ্রামের আনিছ মিয়ার ছোট মেয়ে। সে স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ দ্রুতগামী একটি মিনি ট্রাক আফরিনকে সামনে থেকে ধাক্কা দেয়। এরপর প্রায় ১০–১৫ হাত টেনে নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফরিনের বড় বোন আনিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাস্তার একদম সাইডে থাকলেও ট্রাক সরাসরি আমার বোনকে ধাক্কা দেয়। সামান্য সামনে গিয়ে ট্রাক দাঁড়ালেও পরে আবার চালু করে ১০–১৫ হাত টেনে নিয়ে যায়।ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা মোটরসাইকেলযোগে ধাওয়া করে প্রায় ৩ কিলোমিটার দূরে ঘোনারচালা বাজারে ট্রাক ও চালককে আটক করেন ।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, ঘটনা শুনেছি, আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।শিশু আফরিনের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।