মো. বদরুল আলম বিপুল, সখীপুর, টাংগাইল: টাঙ্গাইলের সখীপুরে শিয়াল ও বানরের কামড়ে একই এলাকার ১১ নারী-পুরুষ আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার আড়াইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা সোমবার রাতেই এবং মঙ্গলবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আড়াইপাড়া বাজার এবং মাদ্রাসা আড়াই পাড়া এলাকায় একদল শিয়াল হঠাৎ বিভিন্ন বাড়িতে হানা দেয়। তারা উঠোনে থাকা লোকজনকে তাড়া করে কামড়াতে থাকে। লোকজন দৌড়ে ঘরে ঢোকার আগেই শিয়ালগুলো ১০ জন নারী-পুরুষকে কামড় দেয়। এছাড়া মঙ্গলবার সকালে একজন বানরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন—আড়াইপাড়া গ্রামের মৃত রেহেনা বেগম (৬৫), মর্জিনা খাতুন (৬০), হাজেরা বেগম (৬০), মালেকা বেগম (৪০), রফিকুল ইসলাম (৩৩), শাহাতন নেছা (৬০), সাদিয়া আক্তার (১৯), মিরাজ, শাহিদা, মমিনুল হক ও আবদুল মজিদ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবুবকর সিদ্দিক বলেন, সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শিয়াল ও বানরের কামড়ে মোট ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।