সোহাগ হোসেন শান্ত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় এক ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা তার প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন। এই টাকা হারানো ব্যবসায়ী আব্দুল হাকিম একজন সার ও কীটনাশক বিক্রেতা।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে ওসি মাহামুদুন্নবী এবং ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী ব্যবসায়ীর হাতে টাকাগুলো তুলে দেন।
ঘটনার বিস্তারিত জানা যায় যে, ব্যবসায়ী আব্দুল হাকিম ব্যাংকে কাজ শেষে ফেরার পথে ভুলবশত তার ৪৪ হাজার টাকা ব্যাংকের সামনে ফেলে যান। ওই সময় ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী টাকাগুলো দেখতে পান এবং নিজের কাছে রেখে প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা করেন। পরে ব্যবসায়ী আব্দুল হাকিম টাকা হারানোর খবর পেয়ে সোহাগ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদেরকে থানায় ডেকে টাকাগুলো ফেরত দেওয়া হয়।
টাকা ফেরত পেয়ে আব্দুল হাকিম বলেন, “আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাকে ভালো রাখুন।”
ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী জানান, তিনি তার পেশাগত দায়িত্ব পালনের সময় টাকাগুলো দেখতে পান এবং পরে প্রকৃত মালিককে তা ফিরিয়ে দেন।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, “ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরীর এই মানবিক কাজের জন্য বাংলাদেশ পুলিশ গর্বিত। পুলিশ সব সময়ই জনগণের জান-মালের নিরাপত্তায় নিয়োজিত।”