মাসুম পারভেজ: আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ মঙ্গলবার রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহোদয় গাইবান্ধা জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন আছে বলে জানান অ্যাডিশনাল ডিআইজি মহোদয়। গাইবান্ধা জেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত পূজামন্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ গাইবান্ধার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।