ভোরের দূত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB)-এর প্রতিনিধিদের মধ্যে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
সভায় আলোচিত বিষয়সমূহ:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভাগসমূহকে BAETE Accreditation এর আওতায় আনা এবং গ্র্যাজুয়েটদের IEB Membership প্রদান নিশ্চিতকরণ।
২. বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে IEB-এর সাথে পরামর্শ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন।
৩. আসন্ন IEB Tech Fest 2025-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ।
IEB এর প্রতিনিধিগণ ডাকসুর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছেন। ফলে দীর্ঘদিনের কয়েকটি যৌক্তিক দাবি শীঘ্রই বাস্তবায়ন হবে বলে ডাকসু আশাবাদ ব্যক্ত করেছে।
৯সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB)-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ সাব্বির মোস্তফা খান, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইকবাল হায়দার এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।