শিপন খলিফা,দাকোপ: খুলনার দাকোপ উপজেলার ৯নং বানীশান্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঢাংমারী গ্রামের বাসিন্দা সুব্রত মন্ডল(৩২) নামে এক যুবক কে কুমির টেনে নিয়ে গেছে। সোমবার ৩০ (সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সুন্দরবনের করমজল এলাকায় উক্ত মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বানীশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামের কুমুদ মন্ডলের ছেলে নিখোঁজ সুব্রত মন্ডল কাকড়া ধরার উদ্দ্যশ্যে নিখোঁজ সুব্রত সহ ৪জন সুন্দরবনের করমজলে খালে যায়।
তখন খালের একপার হতে অন্যপারে একটি টায়ারের উপর ভেশে যাওয়ার সময় হঠাৎ কুমির সুব্রতর উপর আক্রমণ করে এবং তার পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। সাথে থাকা সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
ঘটনার পর থেকে ট্রলার ও নৌকা নিয়ে স্থানীয়রা খুঁজতে থাকলেও রাত অবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুব্রতের সন্ধান ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।