কসবায় শানে সাহাবার উপজেলা কমিটি গঠন ও ইমাম-খতীব কনফারেন্স সম্পন্ন

সারাদেশ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর উপজেলা কমিটি গঠন ও ইমাম-খতীব কনফারেন্স সম্পন্ন হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার শানে সাহাবার কার্যালয়ে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রউফ হাশেমী এবং সঞ্চালনা করেন মুফতি আমানুল্লাহ আমানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা জয়নাল আবেদীন পীর সাহেব এবং প্রধান আলোচক ছিলেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিকী ও মুফতি সৈয়দ আসাদুল করীম।

এসময় বক্তারা বলেন, শানে সাহাবা কোনো প্রচলিত ইসলামি সংগঠনের বিরোধী নয়, বরং ইমাম-খতীবদের নিরেট স্বার্থে কাজ করছে। সমাজের মুসল্লীরা ইমামকে মুখে মুখে নেতা বললেও বাস্তবে সেই মর্যাদা দেওয়া হয় না। এই বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আরও বলেন, শানে সাহাবা ইমাম-খতীবদের বিপদে প্রকৃত আশ্রয়স্থল। এখন ঐক্যবদ্ধ না হলে অতীতের চেয়েও কঠিন পরিস্থিতি সামনে আসতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া আধ্যাত্মিকতা ও ইলমের শহর। এখান থেকে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে হবে যে, ইমামগণ একা নন, তাদের উপর নির্যাতন হলে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

উক্ত কনফারেন্স শেষে মাওলানা আব্দুর রউফ হাশেমীকে সভাপতি ও ক্বারী বাক্বী বিল্লাহ জালালীকে সেক্রেটারি করে ৫১ সদস্য বিশিষ্ট কসবা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম, কসবা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের, কেন্দ্রীয় অডিটর মাওলানা সালাহ উদ্দিন ইয়াকুবী, মাওলানা জাফর আহমাদ উসমানী, মাওলানা জুবায়ের আহমাদ জালালী, মাওলানা আল আমীনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *