৪ দফা দাবিতে মানববন্ধন করেন ইডেন শিক্ষার্থীরা

সারাদেশ

ইডেন প্রতিনিধিঃ স্বনামধন্য ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের সামনে চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২:৩০ এ ইডেন কলেজ ২ নাম্বার গেটের সামনে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে জড়ো হন এই কর্মসূচিতে।সেইসাথে তাদের হাতে প্লেকার্ডগুলোয় লেখা ছিলো “University মানেই Combined নয়, আছে বিকল্প পদ্ধতি ” “সহশিক্ষা নারী নিরাপত্তার অন্তরায়” ইত্যাদি।

মূলত তারা চাচ্ছেন ইডেন এর মতো নারীবান্ধব ক্যাম্পাস যেন সহশিক্ষা কাঠামোতে না যায়। কারণ ইতিমধ্যে ইডেন কলেজসহ সরকারি সাতটি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কার্যক্রম চলছে। কিছুদিনের মধ্যে অধ্যাদেশ জারির সম্ভাবনাও রয়েছে। তাই এই নবগঠিত বিশ্ববিদ্যালয়ের কাঠামো কি হবে তা নিয়ে সন্দিহান এখনো হাজারো শিক্ষার্থীরা।
তারা সবাই চাচ্ছেন দ্রুত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি হোক তবে কাঠামোগত মতভেদ কাটেনি তাদের। এই নিয়েই এইসকল শিক্ষার্থীরা বারবার চেষ্টা করে যাচ্ছেন তাদের ভাবনার,দাবির বিষয়টি যেন মূল্যায়িত হয়।

এসময় তারা চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

১। যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন কলেজে কোনো অবস্থাতেই সহশিক্ষা চালু না করা।

২। অনার্সের সিটসংখ্যা অতিরিক্ত হারে না কমানো। তবে এতে যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব না হয় তবে আনুপাতিক কিছু সিটসংখ্যা কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত যত বেশিসংখ্যক নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা যায়।

৩। ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু না করা।

৪। সর্বোপরি ইডেন মহিলা কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

এ বিষয়ে তারা বলেছেন যে,বাংলাদেশের সর্ববৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের সাড়ে আট কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি। আর তাই ইডেন কলেজকে নারীবান্ধব রাখাই শ্রেয়, এখানে সহশিক্ষা চালু করা যাবে না।

তারা আরও জানান,তিনদিনের মধ্যে তাদের দাবিসমূহের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) তাদেরকে আশ্বস্ত করবে, আর না হয় পরবর্তীতে আরো কর্মসূচী ঘোষণা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *