ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা-যশোর এবং ফরিদপুর-বরিশালসহ ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্থানে অবরোধ শুরু করে। একই সময়ে হামিরদী ইউনিয়নসহ আরও কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে সড়ক অবরোধ করে রাখে।
এই আকস্মিক অবরোধের ফলে ২১ জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিক্ষুব্ধ জনগণ অবিলম্বে এই প্রশাসনিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে।