চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান: ব্রাহ্মণবাড়িয়ার কসবার মরাপুকুরপাড় এলাকায় আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে রাতের আঁধারে জোরপূর্বক দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, কালা মিয়া ও তার স্ত্রী হাজেরা বেগম ওয়ারিশ সূত্রে ৩০৫১ দাগের জমির মালিক। অভিযোগ রয়েছে, পূর্বে বজলু মিয়া আইনমন্ত্রী আনিসুল হকের ভাতিজা বাবুল মিয়াকে নিয়ে ওই জমি দখল করে নিয়েছিলেন, যদিও আদালত ও থানার নিষেধাজ্ঞা ছিল।
সম্প্রতি রাতের আঁধারে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টা চালালে কালা মিয়া ও তার স্বজনরা বাধা দেন। এই ঘটনায় কালা মিয়ার পরিবার ২৭ সেপ্টেম্বর সকালে কসবা সাংবাদিকদের অফিসে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বজলু মিয়া ও তার সহযোগী শামিম, দিন ইসলাম, রাজু, রাইহান, সোয়েবসহ আরও কয়েকজন হঠাৎ হামলা চালিয়ে কালা মিয়ার পক্ষের ৫–৬ জনকে আহত করে। ভুক্তভোগীরা জানান, বজলুর এসব কর্মকাণ্ডে সহায়তা করছেন উপজেলার কয়েকজন প্রভাবশালী নেতা। এজাহারে তাদের নামও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কালা মিয়ার পরিবার স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও জমি দখল রক্ষায় সহায়তা কামনা করেছেন।