কোটচাঁদপুরে বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। উপজেলার বিভিন্ন মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা সম্পন্ন হয়েছে।

এ বছর উপজেলায় মোট ৪৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় সাতটি বেশি। এর মধ্যে পৌরসভায় রয়েছে ২০টি এবং ইউনিয়ন এলাকায় ২৯টি মণ্ডপ।

নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ সদস্যরা সেপ্টেম্বর থেকেই মাঠে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ মন্দিরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্দির কমিটির সভাপতি ও সংগঠকরা আশা প্রকাশ করেছেন, এবারের দুর্গোৎসবও আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *