গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী ক্লাসরুমের সাউন্ডবক্স ব্যবহার করে আওয়ামী লীগের নির্বাচনি স্লোগান ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ বলে উল্লাস প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় পড়ার টেবিলে বসেই স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পরই ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, এক শিক্ষার্থী তালে তালে স্লোগান দিচ্ছেন, আর তার সঙ্গে অন্যরা একযোগে স্লোগান তুলছেন। প্রথমে ভিডিওটি এসএ মাহী নামে এক ফেসবুক ব্যবহারকারীর আইডিতে দেখা গেলেও কিছুক্ষণ পর সেটি আর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে অনেকেই ভিডিওটি ডাউনলোড করে পুনরায় ফেসবুকে শেয়ার করেছেন। এ নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ বলেন,
“ঘটনার বিষয়ে দুপুরে কিছুই জানতাম না, তবে বিকালে শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে। সম্ভবত ক্লাস শেষের সময় বিষয়টি ঘটে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”