সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে, নিহত – ০১ আহত ০৩

সারাদেশ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহাম্মদুল কবির (৩৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আহাম্মদুল কবির নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মনিরুজ্জামান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকিদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করা হয়েছে।
তিনি জানান, কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *