ভোরের দূত ডেস্ক: আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, ঢাকায় ডিপার্টমেন্ট অফ শিপিং, বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫’। এ বছরের প্রতিপাদ্য “Our Ocean, Our Obligation, Our Opportunity”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি, এম আর মোহাম্মদ ইউসুফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মেরিটাইম সেক্টরের সকল অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ সমুদ্রভিত্তিক উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে, তার জন্য সকলকে সাধুবাদ জানান। সমুদ্র সম্পদ রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব, সুনীল অর্থনীতি বিকাশে বাংলাদেশ নৌবাহিনীসহ নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বন্দর সমূহসহ মেরিটাইম সেক্টরের সকল অংশীদারদের অবিচ্ছেদ্য ভূমিকা, সমুদ্র ব্যবস্থাপনায় তাদের অবদান ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে সাগরভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তিতে আত্মনিবেদন করতে উৎসাহিত করেন।
দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে সকল অংশীদারদের দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান সম্মানিত নৌবাহিনী প্রধান। ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫’ এর এই উদযাপন বাংলাদেশের সমুদ্রসম্পদ রক্ষা ও টেকসই ব্যবহারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।