সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিরোধিতা শিক্ষকদের

জাতীয়

সাত কলেজ প্রতিনিধি: ঢাকার সাত কলেজকে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অংশ করার উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তাদের দাবি, এই প্রক্রিয়ায় কলেজগুলোর ঐতিহ্য ও শিক্ষার্থীদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাত কলেজকে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোয় রূপান্তর করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ উপেক্ষিত হয়েছে।

শিক্ষকেরা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন আলোচনা করে প্রস্তাবনা ও উদ্বেগ লিখিতভাবে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছেন। কিন্তু সেই মতামত উপেক্ষা করে যে খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে, তাতে সাত কলেজের বিদ্যমান কাঠামো ভেঙে ফেলার ঝুঁকি তৈরি হয়েছে।

লিখিত বক্তব্যে শিক্ষকরা আটটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত করার দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা স্পষ্ট করে জানান, ক্যাডার সদস্যদের অবস্থান নিশ্চিত না হলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় তারা অংশ নেবেন না।

তবে মানববন্ধনে জানানো হয়, যেসব শিক্ষাবর্ষ এখনো প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আওতায় আসেনি, তাদের পাঠদান স্বাভাবিক নিয়মে চলতে থাকবে।

শিক্ষকেরা আরও বলেন, সাত কলেজের নাম ও কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদ বা স্কুলে রূপান্তর করার সিদ্ধান্ত শিক্ষক সমাজ মেনে নেবে না। সরকারের কাছে তারা আহ্বান জানান, সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *