ভোরের দূত ডেস্ক: বিভিন্ন দল ও ব্যানারকে একত্রিত করে একটি বড় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী।
নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, তারা নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে আলোচনা করেছেন এবং কমিশন এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে আশা করছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের জন্য একটি সুখবর আসছে।
‘শাপলা’ প্রতীক নিয়ে অনড় এনসিপি
এনসিপির প্রস্তাবিত প্রতীক ‘শাপলা’ নিয়ে নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে।” তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশনের প্রতীক সংশোধনীতে শাপলা না আসে, তবে তারা নতুন করে সংশোধনী আনার ব্যবস্থা করবেন। তার দাবি, তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়েই থাকবে।
১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা
নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, তাদের দলের ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রতিটি জেলায় সাবেক সেনা কর্মকর্তা, কৃষক, শ্রমিক এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের নিয়ে তাদের প্রার্থী থাকবে। তিনি জানান, গণঅধিকার পরিষদের মতো আরও অনেক দল এনসিপির ব্যানারে একত্রিত হতে যাচ্ছে। সব দলের নাম ও প্রতীক এনসিপির প্রতীকে বিলীন হয়ে যাবে। তিনি বলেন, “এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেক দল, অনেক ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।”