বিমান বাহিনী প্রধানের জহুরুল হক ঘাঁটি পরিদর্শন: মহড়া ও বৈমানিকদের সঙ্গে মতবিনিময়

জাতীয়

মাসুম পারভেজঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং মহড়া এবং নৈমিত্তিক উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শনের নিমিত্তে গমন করেন। পরিদর্শনকালে প্রথমে তিনি জহুরুল হক ঘাঁটি সদর দপ্তরে এক সভায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তাগণের মাধ্যমে ঘাঁটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। এরপর তিনি ঘাঁটিতে এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং মহড়ার জন্য ঢাকা থেকে আগত বৈমানিকগণের সাথে সাক্ষাৎ করে সার্বিক উড্ডয়ন পরিচালনার খোঁজখবর নেন এবং মহড়া সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। পরবর্তীতে তিনি ঘাঁটির বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রনসমূহের বৈমানিকগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বৈমানিকগণকে নিষ্ঠা এবং একাগ্রতার সাথে উড্ডয়ন কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বিমান বাহিনীর ভবিষ্যৎ উন্নয়ন ও কর্মকান্ডের ব্যাপারে আলোকপাত করেন। বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জামাদির সংযোজন কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই উন্নত ও আধুনিক সরঞ্জামাদির সর্বোচ্চ নিরাপদ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি। এরই ধারাবাহিকতায় তিনি বৈমানিকগণের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বৈমানিক হয়ে গড়ে ওঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন। অত:পর তিনি ফ্লাইং স্কোয়াড্রনসমূহের ফ্লাইট লাইন পরিদর্শন করেন এবং গ্রাউন্ড ক্রুদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে স্ব স্ব দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দ্বারা বিচলিত না হবার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত রাশিয়ার তৈরী যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমানসমূহের রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রাপ্তি অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর উপযুক্ত প্রয়োগের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ দেন।

এছাড়াও বিমান বাহিনী প্রধান উক্ত ঘাঁটির বিভিন্ন বিমান এবং দুর্যোগকালীন সময়ে মূল্যবান সম্পদ রক্ষার্থে নির্মিত “রেইজড প্ল্যাটফর্ম” এর অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত পরিদর্শন শেষে সম্মানিত বিমান বাহিনী প্রধান ঢাকায় প্রত্যাবর্তন করেন।

উল্লেখ্য যে, পরিদর্শনকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়কসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঘাঁটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *