ভোরের দূত ডেস্ক: বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের জন্য হজ্জ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজগুলো হলো- ১. বিশেষ হজ্জ প্যাকেজ ২. সাধারণ হজ্জ প্যাকেজ এবং ৩. সাশ্রয়ী হজ্জ প্যাকেজ। এতে বিভিন্ন প্রকার হজ্জ প্যাকেজের দামও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজগুলো ঘোষণা করেন হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
সেখানে বিশেষ হজ্জ প্যাকেজ ৫১ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ্জ প্যাকেজ ২৭ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ্জ প্যাকেজ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। এই প্যাকেজগুলোর মধ্যে হজ্জ যাত্রীদের খাওয়া এবং কোরবানির খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে।
হাব মহাসচিব জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য খাবারের মূল্য প্রতিটি প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা মূল্য ধরে প্যাকেজের খরচ হিসাব করা হয়েছে ‘পরবর্তী সময়ে এ রেটে কোন পরিবর্তন আসলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে।’
গত বছর হাবের কমিটি না থাকায় এজেন্সি মালিকরা দুই ভাগে ভাগ হয়ে হজ্জ প্যাকেজ ঘোষণা করেন। সাধারণ হজ্জ এজেন্সির মালিকদের ব্যানারে একটি পক্ষ ২টি প্যাকেজ এবং বৈষম্যবিরোধী হজ্জ এজেন্সির মালিকদের ব্যানারে আরেকটি পক্ষ ৩টি হজ্জ প্যাকেজ ঘোষণা করেন।