ভোরের দূত ডেস্ক: গাজীপুরের পূবাইলে রেল ক্রসিংয়ের ওপর মালবোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী “পর্যটক এক্সপ্রেস” ট্রেনের সংঘর্ষ হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী এই ট্রেনটি। আজ মঙ্গলবার আনুমানিক সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কলেজগেট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পূবাইল কলেজগেট রেল ক্রসিং দিয়ে সিমেন্টবোঝাই একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। এসময় ট্রেন চলে আসলে চারদিকে চিৎকার শুরু হয়। তখন স্থানীয়রা ট্রাকটিকে রেললাইন থেকে সরানোর অনেক চেষ্টা করে। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী “পর্যটক এক্সপ্রেস” ট্রেনের সামনের অংশের ইঞ্জিন মালবোঝাই ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায়। তবে, বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায় বলে জানিয়েছেন ট্রেনটির একাধিক যাত্রী। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পূবাইল রেল ক্রসিংয়ের গেটকিপার স্বপন বলেন, ‘আমি একপাশের গেট বন্ধ করেছিলাম। হঠাৎ ট্রাকটির ইঞ্জিন রেললাইনের ওপর বন্ধ হয়ে যায়। রেলগেটের কর্মীসহ স্থানীয়রা ট্রাকটিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও তা সরানো সম্ভব হয়নি। ওই সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাককে ধাক্কা দেয়।’ এ দুর্ঘটনার ফলে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখনো পর্যন্ত এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।