ভোরের দূত ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, অথচ বর্তমান সরকারের আমলে তা ঘটেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এ ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে ফেরানোর একটি পরিকল্পনা চলছে জাতীয় পার্টির ভেতর দিয়ে। তিনি জাতীয় পার্টিকে ‘চিহ্নিত ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, “বিগত সময়ে এই পার্টি বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন এনে তারা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে।”
তিনি সতর্ক করে বলেন, এই ফ্যাসিবাদীদের কেউ যদি সমর্থন করার চেষ্টা করে অথবা সরকারের পক্ষ থেকে কোনো সমর্থন দেওয়া হয়, তাহলে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দেবে।
ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ আরও বলেন, অনেকে চাইবে না যে আগামীতে আওয়ামী লীগ বা তাদের এস্টাবলিশমেন্ট ছাড়া কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক সমাধান হোক। এ জন্য নানা ফরমেটে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হবে, আর তা ব্যর্থ হলে নির্বাচন পেছানো বা বানচালের চেষ্টা করা হতে পারে। এসব প্রচেষ্টা রুখে দিতে গণতান্ত্রিক শক্তিগুলো প্রস্তুত আছে বলেও তিনি জানান।
জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সরকার এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি। তবে অংশীজনদের সঙ্গে বৈঠক চলছে। আজও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক দল ও জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে, সে অনুযায়ী সরকার বিষয়টি বিবেচনা করবে।