পাবনা সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কাউছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কে ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ ও প্রতিষ্ঠান ধ্বংসকারী আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করেছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী’রা। একই সাথে অধ্যক্ষ আনোয়ার হুসাইন’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অবিভাবক সহ ধুলাউড়ি এলাকার সকল শ্রেণি- পেশার মানুষ।
জানা যায়, ধুলাউড়ি কাউছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হুসাইন আওয়ামীলীগের প্রভাব খাঁটিয়ে অত্র প্রতিষ্ঠানে নিজের রাম- রাজত্ব কায়েম করেন। শিক্ষকদের সাথে খারাপ আচরণ, ধুলাউড়ি হাটের টেন্ডার বানিজ্য, মাদ্রাসার সম্পদ আত্মসাৎ, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের দিয়ে হাটের হাসিল তোলানো, ছাত্রীদের অশালীন আচরণ সহ অগণিত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, একজন অধ্যক্ষ হয়েও আনোয়ার হুসাইন প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে শিক্ষক ও ছাত্রদের দিয়ে হাটের হাসিল আদায় করান যা অত্যান্ত নিন্দনীয়। এমতাবস্থায় অধ্যক্ষ আনোয়ার হুসাইনের পদত্যাগ চান শিক্ষার্থী, অবিভাবক সহ অত্র এলাকার সর্বসাধারণ। সেই সাথে অনতিবিলম্বে অত্র প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ চান তারা।