আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় ছয় ঘণ্টা ধরে রাস্তার পাশে কাদার মধ্যে উপুড় হয়ে পড়ে ছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা ভেবেছিলেন তিনি মারা গেছেন। খবর দেওয়া হয় পুলিশে, এমনকি লাশবাহী গাড়িও ডেকে আনা হয়।
কিন্তু ঠিক যখন পুলিশ ও গ্রামবাসীরা দেহ তুলতে যাচ্ছিলেন, তখনই মৃত ভেবে রাখা সেই মানুষ হঠাৎ নড়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বললেন, “সাহেব, আমি বেঁচে আছি।”
ঘটনাটি ঘটেছে খুরাই গ্রামীণ থানা এলাকার ধনোরা ও ব্যাংখিরিয়া গ্রামের মাঝের সড়কে। পুলিশ পরিদর্শক হুকুম সিং দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ এমন ঘটনায় গ্রামবাসী ও পুলিশ হতবাক হয়ে যান। কেউ চোখ ঘষে দেখেন, কেউবা আতঙ্কে কয়েক কদম পিছিয়ে যান।
পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রস্রাবের জন্য থেমে মাটিতে বসেন। তখনই ভারসাম্য হারিয়ে কাদায় পড়ে যান এবং আর উঠতে পারেননি। তার মোটরসাইকেলটিও কাছেই দাঁড়িয়ে ছিল।
গ্রামবাসীরা বলেন, “আমরা ভেবেছিলাম লাশ। কিন্তু হঠাৎ উঠে কথা বলায় মনে হলো ভূতের গল্প চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।”