ট্রাম্পের ‘সর্বশেষ হুঁশিয়ারি’র জবাব দিল হামাস

আন্তর্জাতিক

মাসুম পারভেজ, আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (৭ সেপ্টেম্বর) সতর্ক করে বলেছেন, হামাসকে অবশ্যই নতুন জিম্মি মুক্তি চুক্তি মেনে নিতে হবে, যা ইসরায়েল ইতিমধ্যেই গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও সময় এসেছে। আমি তাদের পরিণতির ব্যাপারে আগেই সতর্ক করেছি। এটি আমার সর্বশেষ হুঁশিয়ারি।” তবে তিনি কী ধরনের পরিণতি হতে পারে তা স্পষ্ট করেননি।

হামাস কয়েক ঘণ্টা পরই প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা “অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত” এবং মার্কিন পক্ষ থেকে পাওয়া নতুন কিছু প্রস্তাব বিবেচনা করছে, যা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছেন, যেখানে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির সমন্বিত পরিকল্পনা রয়েছে।

এটি ট্রাম্পের প্রথম সতর্কবার্তা নয়। এর আগে মার্চ মাসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সব জিম্মি মুক্তি না দিলে এবং নিহতদের মরদেহ ফেরত না দিলে হামাসের জন্য “সবকিছু শেষ হয়ে যাবে।”

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস মোট ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো ৪৭ জন গাজায় আছেন বলে ইসরায়েল জানিয়েছে। এদের মধ্যে ২৫ জন ইতিমধ্যেই নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, এবং তাদের মরদেহ ফেরত চায় ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম ট্রাম্পের হস্তক্ষেপকে “একটি প্রকৃত অগ্রগতি” বলে স্বাগত জানিয়েছে।

সূত্রঃ রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *