পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তির অধীনে কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দুই দেশের সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারের প্রতিফলন। এর প্রধান লক্ষ্য হলো, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

এসপিএ-র প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি দুই দেশের মধ্যেকার ‘ঐতিহাসিক অংশীদারিত্ব’ এবং ‘অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার’ ওপর ভিত্তি করে করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক অসাধারণ যৌথ বৈঠকের মাত্র দুই দিন পর স্বাক্ষরিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ওই বৈঠকটি আহ্বান করা হয়েছিল। চুক্তি স্বাক্ষরের সময় সম্পর্কে জানতে চাইলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, এটি বহু বছরের আলোচনার ফল এবং কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়। এটি দুই দেশের দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *