শাবানা মাহমুদ: যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের জুলাই মাসে বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন শাবানা মাহমুদ। লেবার পার্টির নেতৃস্থানীয় এই রাজনীতিক ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসেন এবং একসময় ছায়া মন্ত্রিসভা ও সরকার— উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল পদে কাজ করেন।

বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কারাগারের ভিড় কমাতে বেশ কিছু সংস্কার চালু করেন। এর মধ্যে ছিল ‘আগাম মুক্তি কর্মসূচি’। একইসঙ্গে তিনি সাজা সুরক্ষা ও মানবাধিকার আইন বিষয়ে দৃঢ় অবস্থান নেন।

নিজের এক্স পোস্টে শাবানা লিখেছেন— “স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের অন্যতম বড় সম্মান। সরকারের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আমি প্রতিদিন সেই লক্ষ্যেই নিবেদিত থাকব।”

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানায়, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করে আসছেন। নতুন অধ্যায়ে স্বাগত জানানো হচ্ছে শাবানা মাহমুদকে। তিনি অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নেতৃত্ব দেবেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শাবানা মাহমুদ হচ্ছেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিক ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন। শৈশবের কিছু সময় তিনি যুক্তরাজ্য ও সৌদি আরবে কাটান। পরবর্তীতে অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন পড়াশোনা করেন এবং রাজনীতিতে প্রবেশের আগে ব্যারিস্টার হিসেবে কাজ করেন।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে শাবানাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন। এর আগে তিনি বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *