বিশেষ প্রতিনিধি: ভেনিজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রয়োজনে বিদেশি অপরাধী গোষ্ঠীগুলোকে ‘উড়িয়ে দেওয়া হবে’ এবং এ ক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা নেওয়া হতে পারে।
ইকুয়েডর সফরে গিয়ে রুবিও বলেন, “তারা এখন আমাদের এই লোকদের খুঁজে বের করতে সাহায্য করবে, আর যদি প্রয়োজন হয়, আমরা তাদের উড়িয়ে দেব।” তিনি আরও ঘোষণা দেন যে, ইকুয়েডরের দুটি বৃহত্তম অপরাধী চক্র, লস লোবোস এবং লস চোনেরোস-কে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।
রুবিও’র এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এর আগের দিন ভেনিজুয়েলায় একটি নৌযানে মার্কিন হামলায় অন্তত ১১ জন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও দাবি করেছেন, নৌযানটিতে মাদক পাচারকারীরা ছিল। রুবিও এই বিমান হামলাকে যুক্তরাষ্ট্রের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর একটি কৌশলগত পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন।