ভোরের দূত ডেস্ক: ফেডারেল রিজার্ভের গভর্নর পদে বহাল থাকছেন লিসা কুক। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালত এই রায় দিয়েছে। এর ফলে সুদের হার সংক্রান্ত ভোটের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অপসারণের যে নির্দেশ দিয়েছিলেন, তা কার্যকর হবে না।
আদালতের এই নির্দেশের পর ট্রাম্প প্রশাসন কুককে সরাতে সুপ্রিম কোর্টে যেতে পারে। আজ মঙ্গলবার সকাল থেকে ফেডারেল রিজার্ভে দুই দিনের জন্য সুদের হার নির্ধারণী বৈঠক শুরু হবে। কুকের অপসারণ স্থায়ীভাবে আটকাতে হলে আদালতের দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।
বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের এই হস্তক্ষেপকে অভূতপূর্ব হিসেবে দেখছেন। ১১২ বছরের ইতিহাসে এই সাত-সদস্যের সংস্থাটির কোনো গভর্নরকে কোনো মার্কিন প্রেসিডেন্ট অপসারণের চেষ্টা করেননি।
এদিকে, সোমবার সিনেটের রিপাবলিকানরা স্টিফেন মিরানকে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে চিহ্নিত করেছেন। সুপ্রিম কোর্ট থেকে নতুন কোনো নির্দেশ না এলে, ফেডারেল রিজার্ভের সাত সদস্য এবং ১২টি ব্যাংকের প্রেসিডেন্টরা আজকের বৈঠকে বসবেন।