রাকসু নির্বাচন: বৃষ্টির মধ্যেও তুমুল প্রচারণা

ক্যাম্পাস

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ভোটারদের মন জয় করতে মঙ্গলবারও ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসে প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীদের সরব প্রচারণায় জমে ওঠে পরিবেশ। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিই ছিল সবার মুখ্য বিষয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন ছাত্র ও ১১ হাজার ৩০৫ জন ছাত্রী। প্রায় ৬০ শতাংশ ভোটার অনাবাসিক হওয়ায় তাদের ভোট টানতে বিশেষ কৌশল নিয়েছে বিভিন্ন প্যানেল।

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ জানান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তাদের ইশতেহার তৈরি হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন—খাবারের মান উন্নয়ন, আবাসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও গবেষণার মানোন্নয়নে কাজ করার।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, আবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত ও সাইবার বুলিং রোধে বিশেষ সেল গঠনের অঙ্গীকার করেন তিনি।

প্রথমবারের মতো নারী ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সর্বজনীন শিক্ষার্থী সংসদের তাসিন খান। তিনি জানান, তাদের ১২ দফা কর্মসূচি শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক মজবুত করবে এবং প্রশাসনের কাছ থেকে ১০ বছরের একাডেমিক মাস্টারপ্ল্যান আদায়ের চেষ্টা করবে।

এবারের ভোট ৯টি ভবনের ১৭ কেন্দ্রে ৯৯০ বুথে অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরায় নজরদারির মধ্যে থাকবে। নিরাপত্তায় থাকবেন দুই হাজার পুলিশ সদস্য। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম জানিয়েছেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ তাদের ১২ দফা ইশতেহার প্রকাশ করে। এতে একাডেমিক মাস্টারপ্ল্যান, রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট দপ্তর এবং ফুড অ্যান্ড পাবলিক হেলথ মনিটরিং গ্রুপ গঠনের পরিকল্পনা গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *