জাকসুতে শিবির সমর্থিতদের দাপট: ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবিরের মাজহার

ক্যাম্পাস

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল জয় পেয়েছে। শীর্ষ পদগুলোর মধ্যে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে জিতু পেয়েছেন ৩,৩৩৪ ভোট। জিএস নির্বাচনে মাজহারুল ইসলাম সর্বোচ্চ ৩,৯৩০ ভোটে জয়লাভ করেছেন। যুগ্ম সম্পাদক (এজিএস) পদে পুরুষ কোটায় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান ২,৩৫৮ ভোটে জয়ী হয়েছেন। একই পদে নারী কোটায় দর্শন বিভাগের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মেঘলা ৩,৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন।

মোট ২৫টি আসনের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট ও ফলাফল বর্জনের ঘোষণা দেয়।

বিজয়ীদের মধ্যে ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী। জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচে পড়ছেন। নারী এজিএস নির্বাচিত আয়শা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। আর পুরুষ এজিএস ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *