শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই সাবেক শিক্ষামন্ত্রীকে আটক করলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ায় দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও জনপ্রিয় রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গোজেক-এর সহপ্রতিষ্ঠাতা নাদিয়েম মাকারিমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে সন্দেহভাজন হিসেবে ঘোষণা করে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, মাকারিমকে ২০ দিনের জন্য আটক রাখা হবে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি গুগলের ক্রোমবুক ল্যাপটপ কেনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অনিয়ম করেছেন। এতে রাষ্ট্রের প্রায় ১.৯৮ ট্রিলিয়ন রুপিয়া (১২১.৮৫ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্ত কর্মকর্তা নুরচাহিও জুংকুং মাদ্যো সাংবাদিকদের জানান, ২০২১ সালে মাকারিম একটি সরকারি আদেশ জারি করেন, যা কেবল ক্রোমবুক ল্যাপটপ কেনার সুযোগ তৈরি করে। এর আগে তিনি গুগল ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ছয়বার বৈঠক করেছিলেন।

তবে মাকারিম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, “আমি কিছুই করিনি। ঈশ্বর আমাকে রক্ষা করবেন, সত্য একদিন প্রকাশ পাবে।” এ বিষয়ে গুগল ইন্দোনেশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা জানিয়েছে, সরকারি সংস্থাগুলো সরাসরি তাদের সঙ্গে নয়, বরং তাদের রিসেলার ও অংশীদারদের সঙ্গে চুক্তি করে থাকে।

চলতি বছরের জুলাই মাসে তদন্তকারীরা ইন্দোনেশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান গোটু গোজেক তোকোপিডিয়ার কার্যালয়েও তল্লাশি চালিয়েছিল। তবে তখন কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাবেক এই মন্ত্রীকে এমন এক সময়ে আটক করা হলো, যখন দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে লুটপাটের মতো ঘটনা ঘটেছে। সূত্র: জাকার্তা পোস্ট, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *