শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ দুদকের

জাতীয়

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান।

চিঠিতে দুর্নীতি দমন কমিশন পুলিশ সদর দপ্তরকে জানায়, দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়েছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তিসহ অন্য আসামিদের বিরুদ্ধে করা পৃথক তিনটি মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ করা ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *