অনলাইন ডেস্ক: ইতালির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং বিলিয়নিয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি ৯১ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার তার ফ্যাশন হাউজ ‘আরমানি’ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়েছে, “আরমানি গ্রুপ অত্যন্ত দুঃখের সঙ্গে এর স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং চালিকা শক্তি জর্জিও আরমানির মৃত্যু ঘোষণা করছে।” মৃত্যুর সময় তিনি বাড়িতেই ছিলেন এবং তার প্রিয়জনরা পাশে ছিলেন।
জর্জিও আরমানি ইতালীয় শৈলী ও আভিজাত্যের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তিনি তার মার্জিত পোশাক, আধুনিক নকশা এবং উচ্চমানের উপকরণ ব্যবহারের জন্য সুপরিচিত ছিলেন। বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে তিনি পোশাকে স্বাচ্ছন্দ্য ও আধুনিকতার এক নতুন ধারা প্রবর্তন করেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে তার প্রতিভা এবং একজন ব্যবসায়ী হিসেবে তার দক্ষতা ছিল অতুলনীয়।
‘আরমানি’ ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেজে জানানো হয়েছে, আরমানি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন এবং কোম্পানির প্রতিটি দিক নিজ হাতে তত্ত্বাবধান করতেন। তিনি তার কাজের প্রতি ছিলেন সম্পূর্ণ নিবেদিতপ্রাণ।