মানবতাবিরোধী মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না: প্রেস সচিব

জাতীয়

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলার চার্জশিটে নাম থাকা কোনো ব্যক্তি ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বা সরকারি কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৯৭-এ একটি নতুন ধারা (ধারা ২০সি) যুক্ত করা হয়েছে। এই নতুন ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের ধারা ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ‘ফরমাল চার্জ’ দাখিল করা হয়, তবে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বা পদে বহাল থাকার অযোগ্য হবেন।

একইভাবে, এই ধরনের ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হতে বা পদে বহাল থাকতে পারবেন না। এছাড়া, তারা প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার অযোগ্য হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *