ভোরের দূত ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে মোতায়েন থাকবে দুই লক্ষাধিক প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ইতিমধ্যে জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তারা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তারা দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও সদস্যদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া দেশের ৬৪টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৯২টি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।