সারাদেশে শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আনসার ও ভিডিপি

জাতীয় ধর্ম সারাদেশ

ভোরের দূত ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে মোতায়েন থাকবে দুই লক্ষাধিক প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ইতিমধ্যে জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তারা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তারা দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও সদস্যদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া দেশের ৬৪টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৯২টি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *