ধাওয়া করে চুরি করা চালসহ পিকআপ ভ্যান আটক, মানিকগঞ্জে

সারাদেশ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় তনুরত্ন দোকান থেকে চুরি করা চালসহ একটি পিকআপ ভ্যান ধাওয়া করে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে টহলরত পুলিশ সদস্যরা তনুরত্ন দোকানের সামনে একটি পিকআপ ভ্যানে চাল ওঠাতে দেখে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহকে খবর দেন। ওসি মোটরসাইকেল নিয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালসহ পিকআপটি দ্রুত সিঙ্গাইরের দিকে পালিয়ে যায়।

এরপর ওসি আমানুল্লাহ সিঙ্গাইর থানাসহ আশেপাশের ইউনিটকে বিষয়টি জানান এবং তার নেতৃত্বে পুলিশের গাড়ি পিকআপটিকে ধাওয়া করে সিঙ্গাইরের দিকে রওনা হয়। সিঙ্গাইর থানা পুলিশের ধাওয়া খেয়ে পিকআপটি আবার মানিকগঞ্জের দিকে আসতে শুরু করে।

সদর থানা পুলিশ পরিস্থিতি বুঝে জরিনা কলেজ মোড়ে ব্যারিকেড সৃষ্টি করে। সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও তার সহযোগীরা পিকআপ ভ্যান ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। ওসি এস এম আমানুল্লাহ জানান, প্রায় আধা ঘণ্টা ধরে এই অভিযান চলে।

আটক পিকআপ ভ্যানটিতে ২৫ কেজির ১৩৩ বস্তা চাল পাওয়া গেছে। ওসি আরও জানান, জব্দ করা এই পিকআপ ভ্যানের সূত্র ধরে চোরদের ধরার কাজ বর্তমানে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *