শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সারাদেশ

আমির হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার দাদপুর ভাষানচরের কীর্তিনাশা নদীতে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে ভিড় জমে হাজারো মানুষের। ঢাক-ঢোলের তালে তালে বৈঠা চালনা আর দর্শকদের উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে আনন্দে।

প্রতিযোগিতায় অংশ নেয় শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলার অসংখ্য মাঝি দল। বিশাল নৌকায় বৈঠা হাতে তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমানতালে ছন্দ মিলিয়ে বৈঠা চালান। বৈঠার শব্দ, পানির ছিটা আর দর্শকদের চিৎকার—সব মিলিয়ে প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে অস্থায়ী হাটবাজার। স্থানীয় পিঠা-পুলি, ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান জমে ওঠে। শিশু-কিশোরদের জন্য খেলনা ও বেলুন বিক্রেতারাও ভিড় করেন মেলায়। শুধু শরীয়তপুর নয়, আশপাশের জেলাগুলো থেকেও হাজারো মানুষ ভিড় করেন এ আয়োজনে।

আয়োজকরা জানান, নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।

দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ জীবনের প্রাণের উৎসব। এ আয়োজন মানুষকে একত্রিত করে, সৃষ্টি করে মিলনমেলার পরিবেশ।

দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এই ঐতিহ্য ধরে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *