নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর সব মরদেহ উদ্ধার

সারাদেশ

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর মধ্যে আজ রবিবার আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ সব শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, রবিবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় দুর্ঘটনা স্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচহাটের দক্ষিণের বালু চর এলাকা থেকে একে একে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, আন্দাইর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এর আগে শনিবার দুপুরে উষা মনি (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী যেতে স্পিডবোটটি শুক্রবার ভাড়া করে আনা হয়েছিল। বরযাত্রী যাওয়ায় আগ মূহুর্তে বিয়ে বাড়ির ১৫ জন আত্মীয় স্বজন মিলে স্পিডবোট উঠে নদীতে ঘুরতে বের হয়। এ সময় স্পিডবোটটি স্থানীয় একটি নৌকার সাথে সংঘর্ষে স্পিডবোট উল্টে গেলে বেশির ভাগ যাত্রী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও ৪ শিশু নিখোঁজ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *