ভোরের দূত ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারীদেরকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হচ্ছে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আমলে অথবা তার আগে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন বা তাদের কোনো আত্মীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, এমন ব্যাকগ্রাউন্ড থাকলেই তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, ২০০৭ সালের এক-এগারোর মতো করে বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র চলছে।
রিজভী আসন্ন দুর্গাপূজার সময় নাশকতার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন যে, বাংলাদেশকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো থেমে নেই।