ভোরের দূত ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের আগে দুঃসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পায়ের পেশিতে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। সম্প্রতি ইংল্যান্ড সফরে এই চোট পান তিনি, যা সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
তবে দলের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, দীর্ঘ বিরতির পর সাদা বলের ক্রিকেটে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার শিমরন হার্মার। বাভুমার অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
টেস্ট দল: ২০২৩ সালের মার্চের পর টেস্ট দলে ফিরেছেন শিমরন হার্মার। স্পিন বিভাগে তার সাথে যোগ দিয়েছেন সেনুরান মুথুসামি ও প্রেনেলান সুব্রায়েন। দলের প্রথম পছন্দের স্পিনার কেশাভ মহারাজ কুঁচকির চোটের কারণে কেবল দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন।
সাদা বলের দল: টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারকে সাদা বলের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে কর্বিন বশ ও ডেওয়াল্ড ব্রেভিস সব সংস্করণের দলেই আছেন। টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার, আর ওয়ানডেতে এই দায়িত্বে থাকবেন ম্যাথু ব্রিটস্কি। এই সিরিজে কুইন্টন ডি কক-কেও ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই ফেরানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর শুরু হবে লাহোরে। সেখানে আগামী ১২ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্টটি ২০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ফয়সালাবাদে তিনটি ওয়ানডে ম্যাচের লড়াই হবে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, শিমরন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, প্রেনেলান সুব্রায়েন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ডেভিড মিলার (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, ডনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে।