মাসুম পারভেজ, রংপুর: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে রংপুরের গঙ্গাচড়া থানাধীন মৌভাষা বামনটারী গ্রাম থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তর রংপুর থেকে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
অভিযানে মাদককারবারি জামাল উদ্দিনের বাড়ি থেকে ১৪৮ বোতল নেশাজাতীয় এস্কাফ (ESKuf) সিরাপ ও ১৭ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসময় মাদককারবারি জামাল উদ্দিন (৩৪), পিতা মৃত আবু তালেব মিয়া, গ্রাম মৌভাষা বামনটারী, থানা গঙ্গাচড়া, জেলা রংপুরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।