সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হোটেল ও ৫ ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা

আইন ও আদালত

গাজীপুর প্রতিনিধি: সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হোটেল ও পাঁচটি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার, বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, ভূইয়া মেডিসিন কর্ণারকে ৪ হাজার এবং সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, পচা ও বাসি খাবার পরিবেশনসহ নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *