শারদীয় দুর্গাপূজা-উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

ধর্ম

রকসী সিকদার, চট্টগ্রাম: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির ঐকতানে, গাহি সাম্যের গান,শুধু ধর্ম নয় মানুষ, বিদ্বেষ নয় সম্প্রীতি এই মূলমন্ত্রকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ই সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর সভাপতিত্বে সিভিক সেন্টার, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। পূজা উদযাপন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই মতবিনিময় সভায় জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *