ভোরের দূত ডেস্ক: বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডি ঢাকা’র পুলিশ সুপার সুলতানা সুলতানা হোসেনকে পদায়ন করা হয়েছে ডিএমপি’র ডিবি শাখায় অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ হাসান মাহমুদ হয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। খুলনার পুলিশ কমিশনার মোঃ শাহীন হোসেনকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিসে।
এছাড়া, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ আবু হেনা মোস্তফা কামালকে পদায়ন করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ হোসেন আলীও বদলি হয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হয়েছেন। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে মাদারীপুরের পুলিশ সুপারের দায়িত্ব।
অন্যদিকে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে কর্মরত মোঃ খলিলুর রহমানকে পুলিশ সুপার, বরিশাল পদে পদায়ন করা হয়েছে। বিজিবিতে সংযুক্ত মোঃ ফরিদুল ইসলামকে ফিরিয়ে এনে সিআইডি ঢাকা’র পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে কুমিল্লার পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়াও সিলেটের পুলিশ সুপার মোঃ আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে র্যাব-এ। জয়পুরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুল সেলিম এখন থেকে ডিএমপি-তে দায়িত্ব পালন করবেন। ঝিনাইদহের আরেক কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ আহমেদকে দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি’র দায়িত্ব। সর্বশেষ, এপিবিএন ঢাকায় কর্মরত পুলিশ সুপার মোঃ আব্দুল কাদেরকে পদায়ন করা হয়েছে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হিসেবে।